পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। গত শনিবার এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে বেশিরভাগ সমস্যা পাকিস্তানের সেনাবাহিনীর কারণে হয়। তার বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘জয়শঙ্করের এমন মন্তব্য অত্যন্ত পীড়াদায়ক, ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
রোববার দেয়া এক বিবৃতিতে আন্দ্রাবি বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং এর সশস্ত্র বাহিনীসহ এর সকল প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার স্তম্ভ, যা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিবেদিতপ্রাণ।’
গত ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে এক সম্মেলনে দেয়া ভাষণে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের বেশিরভাগ সমস্যা তার সামরিক বাহিনীর কারণে হয়। তিনি দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের প্রতি শত্রুতা করছে।
আন্দ্রাবি বলেন, মে মাসের সংঘর্ষ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের পাশাপাশি কার্যকর ও দায়িত্বশীলভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমি এবং পাকিস্তানের জনগণকে রক্ষা করার দৃঢ় সংকল্পকে স্পষ্টভাবে তুলে ধরে। কোনো প্রচারণাই এই সত্যকে পাল্টে দিতে পারবে না।
আন্দ্রাবি বলেন, ভারতীয় নেতৃত্ব পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার নেতৃত্বকে হেয় করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এ অঞ্চলে বন্ধুত্ব, শান্তি এবং স্থিতিশীলতার প্রতি ভারতের অবজ্ঞার উদাহরণ।’
তিনি বলেন, ‘ভারতীয় রাষ্ট্র এবং নেতৃত্ব উভয়ই ধর্মের নামে সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে পড়েছে। পাকিস্তান সহাবস্থান, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে। তবে, তারা তাদের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।’
আরএ


পুতিনকে নিয়ে আসাদের কথোপকথনের ভিডিও ফাঁস
ল্যুভর জাদুঘরে পানি পড়ে নষ্ট কয়েকশ মিশরীয় শিল্পকর্ম