থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৮
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪১

থাইল্যান্ডের পার্লামেন্ট শুক্রবারের ভোটে ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুলকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। তিনি বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির ৫০০ আসনের পার্লামেন্টের ৪৯২ সক্রিয় সদস্যের মধ্যে অনুতিন ২৪৭টিরও বেশি ভোট পেয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তিনি ফেউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেন, যাকে সমর্থন দিচ্ছিল উদারপন্থী পিপলস পার্টি।

এই সমর্থন এসেছে অনুতিনের একটি প্রতিশ্রুতির ভিত্তিতে—চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন আহ্বান করার অঙ্গীকার। রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর কয়েক দিনের মধ্যেই তিনি ও তার সরকার ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুতিন একসময় ফেউ থাই জোটের সমর্থক ছিলেন, তবে সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় পায়েটোংটার্নের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জোট ত্যাগ করেন।

সিনাওয়াত্রা পরিবারের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। দুই দশক ধরে থাই রাজনীতিতে আধিপত্য বজায় রাখা এই পরিবারের প্রতিষ্ঠাতা থাকসিন শিনাওয়াত্রা ভোটের কয়েক ঘণ্টা আগে দেশ ছেড়ে পালিয়ে দুবাই চলে গেছেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত