
আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর গত ৩৮ দিনে ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১,৯৮৪ জন, যা মোট মৃত্যুর ৫৬ শতাংশ। অন্যদিকে, মধ্য ও দক্ষিণ গাজায় নিহত হয়েছে ১,৫৫৮ জন (৪৪ শতাংশ)। এই মধ্য ও দক্ষিণ অঞ্চলকেই ইসরাইল "নিরাপদ মানবিক এলাকা" হিসেবে ঘোষণা করেছিল।
মিডিয়া অফিসের দাবি, নিহতদের এই ভৌগোলিক বণ্টন প্রমাণ করে যে ইসরাইলি বাহিনী "বিশেষভাবে" গাজা শহরের মধ্য ও উত্তর অংশকে লক্ষ্য করেছে, যেন সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়। নির্ধারিত "নিরাপদ এলাকাগুলোতেও" হামলা চালানোর বিষয়টি তুলে ধরে তারা বলেছে, এটি প্রমাণ করে যে বেসামরিক নাগরিক এবং আশ্রয়কেন্দ্রগুলোকে "ইচ্ছাকৃতভাবে" লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলাগুলো "গণহত্যার একটি নিয়মতান্ত্রিক নীতি"র অংশ, যার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।
গাজা মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অবিলম্বে যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং দায়ী ইসরাইলি নেতাদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর গত ৩৮ দিনে ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১,৯৮৪ জন, যা মোট মৃত্যুর ৫৬ শতাংশ। অন্যদিকে, মধ্য ও দক্ষিণ গাজায় নিহত হয়েছে ১,৫৫৮ জন (৪৪ শতাংশ)। এই মধ্য ও দক্ষিণ অঞ্চলকেই ইসরাইল "নিরাপদ মানবিক এলাকা" হিসেবে ঘোষণা করেছিল।
মিডিয়া অফিসের দাবি, নিহতদের এই ভৌগোলিক বণ্টন প্রমাণ করে যে ইসরাইলি বাহিনী "বিশেষভাবে" গাজা শহরের মধ্য ও উত্তর অংশকে লক্ষ্য করেছে, যেন সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়। নির্ধারিত "নিরাপদ এলাকাগুলোতেও" হামলা চালানোর বিষয়টি তুলে ধরে তারা বলেছে, এটি প্রমাণ করে যে বেসামরিক নাগরিক এবং আশ্রয়কেন্দ্রগুলোকে "ইচ্ছাকৃতভাবে" লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলাগুলো "গণহত্যার একটি নিয়মতান্ত্রিক নীতি"র অংশ, যার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।
গাজা মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অবিলম্বে যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং দায়ী ইসরাইলি নেতাদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

ইসরাইলের শিন বেট (নিরাপত্তা সংস্থা) প্রধান ডেভিড জিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবৈধ বসতিবাসী সহিংসতা রোধে চরমপন্থী অবৈধ বসতিবাসীদের জন্য ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
৩১ মিনিট আগে
গত ১৩ নভেম্বরে গ্রীসের এয়ার ফোর্স একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট মুছে দিয়েছে, যেখানে তাদের সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোর ছবি প্রদর্শিত হয়েছিল। পোস্টটি তুরস্কের সি-১৩০ বিমান দুর্ঘটনার দুই দিনের কম সময় পর প্রকাশিত হওয়ায় তাত্ক্ষণিক সমালোচনার মুখে পড়েছে। ওই দুর্ঘটনায় ২০ জন সৈন্য নিহত হন।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আজারবাইজানের দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানে সরকার। শুক্রবার (১৪ নভেম্বর) বাকুতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে শক্ত প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারি বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া ১২ জন এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের খোঁজে উদ্ধারকারীরা তৎপর রয়েছে। শনিবার স্থানীয় এক সরকারি কর্মকর্তা খবরটি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে