গাজায় ইসরাইলি হামলায় গড়ে প্রতিদিন ৯৩ জন ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৩

গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর গত ৩৮ দিনে ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১,৯৮৪ জন, যা মোট মৃত্যুর ৫৬ শতাংশ। অন্যদিকে, মধ্য ও দক্ষিণ গাজায় নিহত হয়েছে ১,৫৫৮ জন (৪৪ শতাংশ)। এই মধ্য ও দক্ষিণ অঞ্চলকেই ইসরাইল "নিরাপদ মানবিক এলাকা" হিসেবে ঘোষণা করেছিল।

মিডিয়া অফিসের দাবি, নিহতদের এই ভৌগোলিক বণ্টন প্রমাণ করে যে ইসরাইলি বাহিনী "বিশেষভাবে" গাজা শহরের মধ্য ও উত্তর অংশকে লক্ষ্য করেছে, যেন সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়। নির্ধারিত "নিরাপদ এলাকাগুলোতেও" হামলা চালানোর বিষয়টি তুলে ধরে তারা বলেছে, এটি প্রমাণ করে যে বেসামরিক নাগরিক এবং আশ্রয়কেন্দ্রগুলোকে "ইচ্ছাকৃতভাবে" লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলাগুলো "গণহত্যার একটি নিয়মতান্ত্রিক নীতি"র অংশ, যার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

গাজা মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অবিলম্বে যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং দায়ী ইসরাইলি নেতাদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত