লেবাননে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইতাম আলি তাবাতাবাই নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে একথা নিশ্চেত করেছে হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন তিনি। হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত এবং আরো ২৮ জন আহত হয়েছেন। এরমধ্যে আলি তাবাতাবাইও ছিলেন।
২০২৪ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তাবাতাবাই হলেন ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরাইল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি নিজেই এই হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে নিয়মিত হামলা চালায় তেলআবিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরুতে একটি নয় তলা ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় হামলা হয়।
দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রায় প্রতিদিনই বিমান করছে। ইসরাইলের দাবি তারা হিজবুল্লাহ সদস্য এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
আরএ


গাজায় শিশুদের নীরব ট্র্যাজেডি, বিস্ফোরণে হারাচ্ছে কণ্ঠ