আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোদির উপস্থিতিতে ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার ওপর শোক প্রস্তাব গ্রহণ

আমার দেশ অনলাইন

মোদির উপস্থিতিতে ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার ওপর শোক প্রস্তাব গ্রহণ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ‍্যসভা। বুধবার রাজ্যসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সময় উপস্থিত ছিলেন। রাজ্যসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি খালেদা জিয়ার সম্মানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

একই প্রস্তাবে রাজ‍্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

অধিবেশন শুরুর পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন অধিবেশনে উপস্থিত সদস্যরা।

রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই বুধবার অধিবেশনের সূচনা হয়। এ সময় নরেন্দ্র মোদি ছাড়াও মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...