দূরপাল্লার বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) পরীক্ষামূলক নিক্ষেপের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণাত্মক হামলা সক্ষমতা আরো শক্তিশালী করা হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার জানায়, গত মঙ্গলবার দেশটির ‘মিসাইল প্রশাসন’ নতুন প্রযুক্তিতে আপগ্রেড করা লঞ্চারের সক্ষমতা যাচাই করতে এই পরীক্ষা চালায়। পরীক্ষার সময় কিম জং উন নিজে উপস্থিত ছিলেন।
কেসিএনএ’র তথ্য অনুযায়ী, পরীক্ষায় চারটি রকেট ছোড়া হয়। এগুলো উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার দূরে পানিসীমার একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
কিম জং উন বলেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার কৌশলগত প্রতিরোধ সক্ষমতা আরো কার্যকর করতে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তার দাবি, সাম্প্রতিক উন্নয়নের ফলে এই সিস্টেমের আঘাত হানার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
কিম বলেন, ‘আমি নিশ্চিত, অন্তত কয়েক বছরের মধ্যে আর কোনো দেশ এমন প্রযুক্তি অর্জন করতে পারবে না বা এমন সক্ষমতা অর্জন করবে না।” তিনি আরও দাবি করেন, পরীক্ষার ফলাফল পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সংঘাত চাওয়া শক্তিগুলোর জন্য “গুরুতর হুমকি” তৈরি করবে।
তিনি জানান, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার আসন্ন কংগ্রেসে দেশটির পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করার পরবর্তী ধাপের পরিকল্পনা তুলে ধরা হবে। একইসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, নির্ভরযোগ্য আক্রমণাত্মক সক্ষমতা গড়ে তোলা দলীয় নীতির অন্যতম প্রধান স্তম্ভ।
এই প্রতিবেদনটি এমন এক সময় এলো, যখন জাপান ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার জানিয়েছে—উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, চলতি মাসে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়াচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পক্ষ থেকে এসব পরীক্ষার নিন্দাও অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিস্তিনপন্থি মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমরের ওপর হামলা
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ৩২
‘সময় ফুরিয়ে আসছে, পরের হামলা আরো ভয়াবহ হবে’