ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৪
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৫
ছবি: আল জাজিরা

ভেনেজুয়েলা থেকে মাদক বহনের সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, নিহতরা ভেনেজুয়েলার গ্যাং ‘ট্রেন ডি আরাগুয়ার’ সদস্য।

বিজ্ঞাপন

তিনি জানান, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পরিবহন করছিল।

মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার আশেপাশে একটি মাদক বহনকারী নৌযানে হামলা করেছে। তার দাবি, ওই নৌযানে প্রচুর মাদক ছিল।

ট্রাম্প আরো বলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছেন।

পরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আজ সকালে আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী সাউথকম এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রেন ডি আরাগুয়ার মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন, তাদের জন্য এটা একে সতর্ক বার্তা।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ঘটেছে। তবে সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

জাহাজটি কী ধরণের মাদক বহন করছিল তা এখনো স্পষ্ট নয়।

এরআগে, ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও এক হাজার ২০০ ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরোর অভিযোগ, তার সরকারকে উৎখাত করতেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

সোমবার সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, মার্কিন বাহিনী আক্রমণ করলে তিনি ‘সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা’ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়। তবে তার সেনাবাহিনী মার্কিন বাহিনীর যেকোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত