ভেনেজুয়েলার নিপীড়িত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বুধবার নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের কথা থাকলেও অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে পর্যন্তও তার উপস্থিতি নিশ্চিত করা যায়নি। তিনি আগস্ট ২০২৪ থেকে গোপনে বাস করছেন, এবং তার নির্ধারিত সংবাদ সম্মেলন মঙ্গলবার স্থগিত হওয়ার পর বাতিল করা হয়। অসলোর রাস্তায় তার কোনো খোঁজ মেলেনি।
নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এএফপিকে জানান, “তিনি বলেছিলেন যে তিনি আসবেন। কীভাবে বা কখন আসবেন জানি না, তবে আমি এখনো আশা রাখছি তিনি সময়মতো উপস্থিত থাকবেন।” অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা।
মাচাদোর কয়েকজন পরিবারের সদস্য ইতোমধ্যেই অসলোতে পৌঁছেছেন; সেখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েক লাতিন আমেরিকান নেতা, যার মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে রয়েছেন।
যদি মাচাদো উপস্থিত হন, তবে এটি হবে ১১ মাস পর তার প্রথম জনসম্মুখে উপস্থিতি।
বিতর্কিত নির্বাচন ও নির্বাসনের প্রেক্ষাপট
মাচাদো অভিযোগ করেন যে ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারচুপি করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এ অভিযোগের সঙ্গে একমত। আগস্টে তিনি আত্মগোপনে চলে যান এবং এরপর থেকে মাত্র একবার—গত ৯ জানুয়ারি কারাকাসে মাদুরোর তৃতীয় দফা শপথবিরোধী বিক্ষোভে—সাধারণের সামনে দেখা দেন।
বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এদমুন্দো গনসালেস উরেতিয়া নির্বাচন জিতেছিলেন। তিনি এখন নির্বাসনে এবং নোবেল অনুষ্ঠানের জন্য অসলোতে আছেন।
অনুপস্থিত হলে ‘প্রক্সি’ নোবেল গ্রহণ
১০ অক্টোবর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অনুপস্থিত হলে তার পরিবারের সদস্য—মা, তিন বোন ও তিন সন্তান—তার হয়ে পুরস্কার গ্রহণ ও বক্তৃতা দিতে পারবেন বলে জানিয়েছেন হার্পভিকেন। অতীতেও এ ধরনের উদাহরণ রয়েছে।
এদিকে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব হুঁশিয়ারি দিয়েছেন, মাচাদো নরওয়ে গেলে তিনি “পলাতক” হিসেবে গণ্য হবেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা উসকানি ও সন্ত্রাসবাদসহ নানা অভিযোগ রয়েছে।
ফিরে আসা নাকি নির্বাসনে পথচলা?
ওসলো বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকা বিশেষজ্ঞ বেনেডিক্টে বুল বলেন, মাচাদো দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে। তবে দীর্ঘ সময় নির্বাসনে থাকলে তার রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার আশঙ্কাও আছে।
মাচাদো গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য প্রশংসিত হলেও, ট্রাম্পের প্রতি তার ঘনিষ্ঠতা ও নোবেল পুরস্কার তাকে উৎসর্গ করার কারণে অনেকেই তাকে সমালোচনা করছেন। এদিকে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা মাচাদো সমর্থন করলেও মাদুরোর দাবি—এই পদক্ষেপ মূলত তার সরকার পতন ও ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
স্টকহোমে বুধবার চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল পুরস্কার আলাদা অনুষ্ঠানে প্রদান করা হবে।
এসআর

