আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় বন্ধ হচ্ছে না হত্যাযজ্ঞ, নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
গাজায় বন্ধ হচ্ছে না হত্যাযজ্ঞ, নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বন্ধ হচ্ছে না হত্যাযজ্ঞ। এই বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজায় কমপক্ষে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে চলমান হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক লাখ ৭ হাজার ৫১২ জন মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন