তুরস্ক ও কাজাখস্তান সরকার শক্তি, পরিবহণ, প্রযুক্তি ও মিডিয়া খাতে ২০টি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। আঙ্কারায় তুরস্ক–কাজাখস্তান উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের পঞ্চম বৈঠকে এসব চুক্তি সই হয়।
মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান ও কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
চুক্তিগুলোর মধ্যে রয়েছে—তুর্কি পেট্রোলিয়াম ও কাজাখ রাষ্ট্রীয় তেল কোম্পানির মধ্যে শক্তি খাতে সমঝোতা, ‘মিডল করিডোর’ রেলপথে মাল পরিবহনে অংশীদারিত্ব এবং মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন নিয়ে সহযোগিতা।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার করবে এবং মধ্য এশিয়া–ইউরোপ সংযোগে নতুন দিগন্ত খুলে দেবে।

