আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আমার দেশ অনলাইন

যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি
ছবি সংগৃহিত।

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মাথায় ইসরাইলে স্থগিত থাকা অস্ত্র রপ্তানি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার এক সরকারি মুখপাত্র জানান, আগামী সপ্তাহ থেকে বার্লিন কেস-বাই-কেস মূল্যায়নের ভিত্তিতে পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর ফলে ২৪ নভেম্বর থেকে আগস্টে স্থগিত থাকা রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।

এর আগে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে জনমত ও রাজনৈতিক চাপের কারণে জার্মানি আগস্ট মাসে ইসরাইলে নির্দিষ্ট ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করে। তবে এটি শুধুমাত্র গাজায় ব্যবহৃত হতে পারে এমন আক্রমণাত্মক অস্ত্র ও সিস্টেমের ওপর প্রভাব ফেলেছিল; ইসরাইলের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এই নিষেধাজ্ঞার বাইরে ছিল।

বিজ্ঞাপন

জার্মান সংবাদ সংস্থা ডিপিএর তথ্য অনুযায়ী, স্থগিতাদেশের সময়ও জার্মানি অন্তত ২.৪৬ মিলিয়ন ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমতি দিয়েছে, যা “যুদ্ধ অস্ত্র” নয় বরং "অন্যান্য সামরিক সরঞ্জাম" হিসেবে শ্রেণিবদ্ধ।

দেশটির সরকারি মুখপাত্র জানান, জার্মানি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে এবং ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি গাজা পুনর্গঠনে সহায়তা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: নিউ আরব

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন