সিরিয়ায় ইসরাইলি হামলায় ৬ সেনা কর্মকর্তা নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০: ৪৫
ছবি: আল জাজিরা

সিরিয়ার দামেস্কে ইসরাইলি হামলায় ছয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানায়, আজ বুধবার ভোরে আল-কিসওয়া শহরের কাছে দামেস্কের গ্রামাঞ্চলে সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইল। খবর আল জাজিরার।

গত ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনার ওপর শত শত হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ইসরাইল গোলান মালভূমির দখলকৃত অংশ আরো সম্প্রসারণ করে বাফার জোন পর্যন্ত দখল করে নিয়েছে। এটি ১৯৭৪ সালের সিরিয়া-ইসরাইল বিচ্ছিন্নতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল সিরিয়ার সীমান্তের ভেতরে হারমন পর্বতের আশেপাশের একটি এলাকা নিয়ন্ত্রণ নিতে ৬০ জন সেনা পাঠিয়েছে। তবে ইসরাইল তাৎক্ষণিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়েবানি অভিযোগ করেছেন, ইসরাইল বাফার জোন এলাকায় গোয়েন্দা ঘাঁটি ও সামরিক পোস্ট তৈরি করছে। এর লক্ষ্য ইসরাইলের সম্প্রসারণবাদী ও বিভাজনমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা।

এরআগেই চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বৃহত্তর ইসরাইল’ গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন। পরে ৩১টি আরব ও ইসলামি দেশ এবং আরব লীগ যৌথভাবে এক বিবৃতিতে নেতানিয়াহুর এ অবস্থানকে আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতির ‘স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন’ বলে অভিহিত করে।

সিরিয়ায় সবশেষ ইসরাইলি সামরিক অভিযান চালানো হলো দ্রুজ-অধ্যুষিত সিরিয়ার সুওয়াইদা প্রদেশে মারাত্মক সংঘর্ষের পর। এখানে গত জুলাই মাসে এক সপ্তাহের সাম্প্রদায়িক সহিংসতায় এক হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। এরপর যুদ্ধবিরতির ফলে রক্তপাত বন্ধ হয়ে যায়। দ্রুজ জনগণকে রক্ষা করার অজুহাতে ইসরাইল সিরিয়ার সেনা এবং রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত