আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওমান উপসাগরে তেল ট্যাঙ্কার আটক করল ইরান, রয়েছে বাংলাদেশিসহ ১৮ ক্রু

আমার দেশ অনলাইন
ওমান উপসাগরে তেল ট্যাঙ্কার আটক করল ইরান, রয়েছে বাংলাদেশিসহ ১৮ ক্রু

ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য ছিলেন।

হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি ‘থামার আদেশ অগ্রাহ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা এবং তাদের কাছে জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র না থাকার’ মতো একাধিক লঙ্ঘন করেছে।

ব্যাপক ভর্তুকি এবং মুদ্রার দর পতনের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে কম মূল্যের জ্বালানি তেলের দেশগুলোর মধ্যে একটি। দেশটি থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। ব্যাপক জ্বালানি চোরাচালানের লাগাম টেনে ধরতে লড়াই করে চলছে দেশটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন