আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জার্মানির সামরিক খাতে ব্যয় বেড়ে ৩০ বিলিয়ন ডলার, কারণ কী

আমার দেশ অনলাইন

জার্মানির সামরিক খাতে ব্যয় বেড়ে ৩০ বিলিয়ন ডলার, কারণ কী
ছবি সংগৃহিত।

ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের ঋণের সীমা থেকে অব্যাহতি দেওয়ার বৃহৎ দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিজেদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে জার্মানি। এরই প্রেক্ষিতে জার্মানি আগামী বছরগুলোতে সৈন্যদের নতুন পোশাক, সরঞ্জাম ও সাঁজোয়া যান কেনার জন্য ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করার পরিকল্পনা করেছে।

জার্মানের অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, সৈন্যদের পোশাক ও ব্যক্তিগত সরঞ্জামের জন্য ১৯ বিলিয়ন ইউরো এবং নতুন সাঁজোয়া যান কেনার জন্য ৭.৫ বিলিয়ন ইউরো বরাদ্দ করা হবে।

বিজ্ঞাপন

FASER নামের জার্মানের সরকারি পোশাক প্রকল্পটি ২০৩৪ সাল পর্যন্ত চলবে। এছাড়াও ২০৩০-এর মাঝামাঝি সৈন্যসংখ্যা ৪৬০,০০০-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে জার্মানির সশস্ত্র বাহিনীতে প্রায় ২৮০,০০০ সৈন্য নিয়োগ করা হচ্ছে।

জার্মানির রাইনমেটাল ও ফ্রাঙ্কো-জার্মান প্রতিরক্ষা সংস্থা কেএনডিএস যৌথভাবে ৩,০০০ থেকে ৫,০০০ বক্সার সাঁজোয়া যান কেনার সম্ভাবনা রয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের নেতৃত্বে দেশটি ইউরোপীয় নিরাপত্তায় নেতৃত্ব বাড়াতে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৮ শতাংশে উন্নীত করছে।
সূত্র: আল-আরাবিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন