আমার দেশ অনলাইন
ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে সেতু। গত ৩৬ ঘন্টায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। খবর জিও নিউজের।
পুলিশ জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে ১৮ জন মারা গেছে। দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন এবং পূর্ব নেপালের উদয়পুর জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে গত শনিবার থেকে ১১ জন বন্যায় ভেসে গেছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।
ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে উঠেছে বন্যার পানি। যার ফলে শত শত যাত্রী আটকা পড়েছেন।
ভারী বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা বলেছেন, ‘অভ্যন্তরীণ বিমান চলাচল মূলত ব্যাহত হয়েছে, তবে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিকভাবে রয়েছে।’
দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনসারী জেলার জেলাশাসক ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেছেন, কোশি নদীতে পানিপ্রবাহ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি। মিশ্র বলেছেন, কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেটই খুলে দেয়া হয়েছে।
পাহাড়ঘেরা কাঠমান্ডুতে, বেশ কয়েকটি নদীর পানি উপচে রাস্তাঘাট, ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। যার ফলে রাজধানী দেশের অন্যান্য অংশ থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রায় প্রতি বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পাহাড়ি এলাকায় ভূমিধস এবং আকস্মিক বন্যায দেখা দেয়।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আরএ
ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে সেতু। গত ৩৬ ঘন্টায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। খবর জিও নিউজের।
পুলিশ জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে ১৮ জন মারা গেছে। দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন এবং পূর্ব নেপালের উদয়পুর জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে গত শনিবার থেকে ১১ জন বন্যায় ভেসে গেছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।
ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে উঠেছে বন্যার পানি। যার ফলে শত শত যাত্রী আটকা পড়েছেন।
ভারী বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা বলেছেন, ‘অভ্যন্তরীণ বিমান চলাচল মূলত ব্যাহত হয়েছে, তবে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিকভাবে রয়েছে।’
দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনসারী জেলার জেলাশাসক ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেছেন, কোশি নদীতে পানিপ্রবাহ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি। মিশ্র বলেছেন, কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেটই খুলে দেয়া হয়েছে।
পাহাড়ঘেরা কাঠমান্ডুতে, বেশ কয়েকটি নদীর পানি উপচে রাস্তাঘাট, ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। যার ফলে রাজধানী দেশের অন্যান্য অংশ থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রায় প্রতি বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পাহাড়ি এলাকায় ভূমিধস এবং আকস্মিক বন্যায দেখা দেয়।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আরএ
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৬ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে