মিসরে ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৫

মিসরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোর কেরদাসার শ্রমজীবী ​মানুষের আবাসস্থলে একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। যেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান করছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ধসের কারণ বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।

কায়রো শহরজুড়ে ভবন নির্মাণ বিধিমালা প্রয়োগের ক্ষেত্রে অনিয়ম লক্ষ্য করা যায়। প্রায় ২৬ মিলিয়নেরও বেশি মানুষের বসবাস করা শহরে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে কায়রোতে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে।

বিষয়:

মিসর
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত