নোবেল পুরস্কার শান্তি বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরান। নার্গেসের ফাউন্ডেশন জানায়, ৫৩ বছর বয়সী এই অধিকার কর্মীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।
নোবেল কমিটি জানিয়েছে, তারা নার্গেস মোহাম্মদির গ্রেপ্তারে গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে মোহাম্মদির অবস্থান স্পষ্ট করা, তার নিরাপত্তা নিশ্চিত এবং বিনাশর্তে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে কমিটি। তবে ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য নার্গেসকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। ২০২১ সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসা দিতে তিন সপ্তাহের জন্য জেল থেকে অস্থায়ী মুক্তি দেয়া হয় তাকে।
গত সপ্তাহে আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণ অনুষ্ঠানে যোগ দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া গেছে। আলিকর্দিকে অফিসে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
নরওয়ে-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস তার মৃত্যুর কারণ ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করে, এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।
অনুষ্ঠান থেকে নার্গেস ছাড়াও আরো বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়। নার্গেসের স্বামী তাগি রহমানি বিবিসি ফার্সিকে বলেছেন, ‘তারা নার্গেসকে সহিংসভাবে গ্রেপ্তার করেছে। এই কাজ মানবাধিকার আইনের পরিপন্থি।’
আরএ


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক