আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসায় দখলদারদের ধর্মীয় আচার পালন

আমার দেশ অনলাইন
ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসায় দখলদারদের ধর্মীয় আচার পালন
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইহুদিদের ধর্মীয় উৎসব হনুক্কা উদযাপনের জন্য পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা।

সোমবার আনাদোলু এজেন্সির সংবাদে এসেছে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইসরাইলি পুলিশের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে সংঘর্ষস্থলে তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছিল।

বিজ্ঞাপন

ইহুদিদের হনুক্কা উৎসব ১৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়।

আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে, দাবি করে। তাদের বিশ্বাস, এখানে প্রাচীনকালে ইহুদিদের দুটি মন্দিরের স্থান ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত।

১৯৮০ সালে ইসরাইল পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন