মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না যে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা চালিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে সন্দিহান বলে জানান তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি না যে পুতিনের বাসভবনে হামলা হয়েছে।” তিনি আরও বলেন, ওই সময় কেউই নিশ্চিত ছিল না যে প্রকাশিত প্রতিবেদনটি আদৌ সত্য কি না।
এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, ইউক্রেন নোভগোরড অঞ্চলে পুতিনের একটি বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী, ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলার সময় পুতিন সেখানে উপস্থিত ছিলেন না।
এই অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন প্রায় চার বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ফ্লোরিডা সফর করছেন।
রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনকে কূটনৈতিক প্রচেষ্টায় অকৃতজ্ঞ বলে সমালোচনা করলেও কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা হামলার ঘটনাটি অস্বীকার করেছে। ট্রাম্প জানান, মার্কিন কর্মকর্তাদের মূল্যায়নেও ইউক্রেন এই হামলার সঙ্গে জড়িত নয়। তার ভাষায়, পুতিনের বাসভবনের কাছাকাছি কিছু ঘটলেও সেটিকে ইউক্রেনের হামলা বলা যায় না।
এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া একের পর এক ভয়াবহ বোমাবর্ষণের মাধ্যমে যুদ্ধকে নতুন বছরে টেনে নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে রাশিয়ার হামলার কারণে দেশজুড়ে বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয় এবং কিয়েভ অঞ্চলে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ফ্রান্সে ইউরোপীয় নেতারা বৈঠকে বসতে পারেন। জেলেনস্কির দাবি, প্রস্তাবটির প্রায় ৯০ শতাংশ প্রস্তুত রয়েছে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

