গাজায় বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১০: ১৫
ফাইল ফটো

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় বর্বর বিমান হামলা আরো জোরদার করেছে। তাদের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ।

বিজ্ঞাপন

তবে আশঙ্কা করা হচ্ছে নিহত ও আহতের সংখ্যা আরও বেশি। ওই বিবৃতিতে বলা হয়েছে, অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা যায়নি। তাদের অন্তর্ভুক্ত করা হয়নি নিহত ও আহতের তালিকায়।

২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে গাজায় নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ৫১ হাজার ৪০০ জন এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬। এর মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত