যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪০
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সকল চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

তবে কবে থেকে এই শুল্ক কার্যকর হবে তা বলেননি ট্রাম্প। তিনি বলেন, ‘মার্কিন চলচ্চিত্র শিল্প অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে। ঠিক শিশুর হাত থেকে চকলেট কেড়ে নেয়ার মতো।’ তার মতে, এই শুল্ক দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করবে।

বিজ্ঞাপন

গত মে মাসেই ট্রাম্প বিদেশি চলচ্চিত্রে ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করবেন কারণ মার্কিন চলচ্চিত্র শিল্প ‘খুব দ্রুত মৃত্যু বরণ করছে’।

এরআগে গত সপ্তাহে নতুন করে ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধ আমদানির ওপর ১০০ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।

মার্কিন চলচ্চিত্র শিল্প শুধু ক্যালিফোর্নিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, হলিউডের ব্যানারে তৈরি হওয়া ছবির প্রোডাকশন হচ্ছে দেশের বাইরে। সাম্প্রতিক অতীতে মুক্তিপ্রাপ্ত ছবি ডেডপুল অ্যান্ড উলভারিন, উইকেড, গ্লাডিয়েটর ২ এর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে। এর ফলে সে দেশের ছবিতে বিনিয়োগ করা অর্থের একটা বড় অংশ অন্য দেশে ব্যয় করতে হয়েছে নির্মাতাদের।

যদিও যুক্তরাষ্ট্র এখনো বিনোদনের বিভিন্ন কনটেন্ট নির্মাণের কেন্দ্র হিসেবে স্বীকৃত। চলচ্চিত্রে শিল্প নিয়ে গবেষণাকারী সংস্থা প্রোডপ্রো-র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ছবির প্রোডাকশনের জন্য ব্যয় করা হয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার। তবে তা ২০২২ সালের তুলনায় ২৬ শতাংশ কম। অন্য দিকে এই ব্যয় বেড়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত