
আমার দেশ অনলাইন

নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন। নির্বাচন বোর্ডের তথ্যমতে, ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রারম্ভিক ভোট পড়েছে, যা শহরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মেয়র। তার প্রচারণায় গুরুত্ব পেয়েছে সাশ্রয়ী জীবনযাত্রা ও জনকল্যাণমূলক উদ্যোগ, যার মধ্যে রয়েছে ভাড়া স্থগিতকরণ, বিনামূল্যে সর্বজনীন শিশু যত্ন, বিনামূল্যে বাস সেবা এবং সাশ্রয়ী দামে খাদ্য সরবরাহে শহর পরিচালিত মুদি দোকান প্রতিষ্ঠা।
এই কর্মসূচির অর্থায়নের জন্য তিনি কর্পোরেট কর ১১.৫% পর্যন্ত বাড়ানো এবং প্রতি বছর ১ মিলিয়ন ডলারের বেশি আয়কারীদের ওপর ২% অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো, যিনি প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া, যিনি রেডিও টক শো হোস্ট ও ডানপন্থী কর্মী। কুওমো বর্তমানে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন, যিনি মামদানিকে “কমিউনিস্ট” বলে সমালোচনা করেছেন।
রিয়েল ক্লিয়ার পলিটিক্স সংকলিত জরিপে মামদানি গড়ে ১৪% পয়েন্টে এগিয়ে, যদিও কিছু জরিপে ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। অন্যদিকে দ্য হিল/এমারসন কলেজ-এর জরিপে তিনি ৫০% ভোট পেয়ে কুওমোর দ্বিগুণ সমর্থন অর্জন করেছেন।
সবমিলিয়ে বেশিরভাগ জরিপই মামদানিকে স্পষ্টভাবে এগিয়ে দেখাচ্ছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং লাইনে থাকা সব ভোটারই ভোট দিতে পারবেন।

নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন। নির্বাচন বোর্ডের তথ্যমতে, ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রারম্ভিক ভোট পড়েছে, যা শহরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মেয়র। তার প্রচারণায় গুরুত্ব পেয়েছে সাশ্রয়ী জীবনযাত্রা ও জনকল্যাণমূলক উদ্যোগ, যার মধ্যে রয়েছে ভাড়া স্থগিতকরণ, বিনামূল্যে সর্বজনীন শিশু যত্ন, বিনামূল্যে বাস সেবা এবং সাশ্রয়ী দামে খাদ্য সরবরাহে শহর পরিচালিত মুদি দোকান প্রতিষ্ঠা।
এই কর্মসূচির অর্থায়নের জন্য তিনি কর্পোরেট কর ১১.৫% পর্যন্ত বাড়ানো এবং প্রতি বছর ১ মিলিয়ন ডলারের বেশি আয়কারীদের ওপর ২% অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো, যিনি প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া, যিনি রেডিও টক শো হোস্ট ও ডানপন্থী কর্মী। কুওমো বর্তমানে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন, যিনি মামদানিকে “কমিউনিস্ট” বলে সমালোচনা করেছেন।
রিয়েল ক্লিয়ার পলিটিক্স সংকলিত জরিপে মামদানি গড়ে ১৪% পয়েন্টে এগিয়ে, যদিও কিছু জরিপে ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। অন্যদিকে দ্য হিল/এমারসন কলেজ-এর জরিপে তিনি ৫০% ভোট পেয়ে কুওমোর দ্বিগুণ সমর্থন অর্জন করেছেন।
সবমিলিয়ে বেশিরভাগ জরিপই মামদানিকে স্পষ্টভাবে এগিয়ে দেখাচ্ছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং লাইনে থাকা সব ভোটারই ভোট দিতে পারবেন।

স্বর্ণের এই মজুদ পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। বিষয়টি ইতোমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে।
২৬ মিনিট আগে
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগি (স্থানীয় নাম টিনো)-এর তাণ্ডবে ৪০ মারা গেছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি ডুবে গেছে, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
৪৪ মিনিট আগে
কেনিয়ার আম্বোসেলি অঞ্চলের ভোরবেলা এখন পাখি ডাকাডাকির পাশাপাশি ড্রোনের গুঞ্জনেও মুখরিত। এই ছোট উড়ন্ত যন্ত্রগুলো মানুষ ও হাতির দীর্ঘদিনের সংঘাতে নতুন এক বন্ধু হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে ফাতাহসহ সব ফিলিস্তিনি দলকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনা হবে। তারা দাবি করেন, ‘অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আর পিছু হটার সুযোগ নেই।’ বিশ্লেষকরা মনে করেন, ফাতাহের এই সিদ্ধান্ত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবিকেও জোরদার করবে, কারণ তারাও এতদিন ফিলিস
১ ঘণ্টা আগে