ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, নতুন শুল্ক ১৯ শতাংশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৩: ২৪
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৪: ১৫
ছবি: আল জাজিরা

ইন্দোনেশিয়ার রপ্তানি পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তিও হয়েছে। ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ৫০টি বোয়িং জেট কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। খবর আল জাজিরার

এই বাণিজ্য চুক্তি হয়েছে উচ্চ শুল্ক এড়ানোর বিনিময়ে। এর বিনিময়ে ইন্দোনেশিয়ার রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ শুল্ক বসাবে।

বিজ্ঞাপন

ট্রাম্প লিখেছেন, এই চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, ৪ দশকি ৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং ৫০টি বোয়িং জেট কিনতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে ১৯ শতাংশ শুল্ক দেবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ১ আগস্ট থেকে শুল্ক ৩২ শতাংশে পৌঁছাবে, যদি না এর আগে চুক্তি হয়। কানাডা, জাপান, ব্রাজিল এবং তামার রপ্তানির ক্ষেত্রেও শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুমকি এসেছে।

ট্রাম্প জানান, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি।

এই নীতি ভিয়েতনামের সঙ্গেও চালু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র তাদের পণ্য বেশি রপ্তানি করতে পারবে এবং আমদানিতে শুল্ক বসাবে।

এই চুক্তি সত্ত্বেও ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি তেমন কমেনি।

ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রে মূলত পাম অয়েল, ইলেকট্রনিকস, জুতা, টায়ার, রাবার ও হিমায়িত চিংড়ি রপ্তানি হয়।

ইন্দোনেশিয়ার সঙ্গে বোয়িং কেনার চুক্তি ও মার্কিন কৃষিপণ্যের প্রতিশ্রুতি মিললেও, ১৯ শতাংশ শুল্কে ইন্দোনেশিয়ার রপ্তানি চাপের মুখে পড়বে। অন্যান্য দেশও হয়তো এই ধারায় আসবে, হয়তো আসবে না।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত