আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাজিলে টর্নেডোর আঘাত, নিহত ৫

আমার দেশ অনলাইন

ব্রাজিলে টর্নেডোর আঘাত, নিহত ৫
ছবি: টাইমস অব ইন্ডিয়া

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩০ জন। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শুক্রবার ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। খবর আল আরাবিয়ার

স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পারানা রাজ্যের রিও বনিতো দো ইগুয়াকু পৌরসভায় ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় অনেক বাড়িঘর। গাছপালা উপড়ে যায়।

বিজ্ঞাপন

পারানা রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ৩০ জন গুরুতর বা মাঝারি আহত এবং প্রায় ১০০ জন সামান্য আঘাত পেয়েছেন।

পারানার গভর্নর সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষেণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন