আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

আমার দেশ অনলাইন

৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) শেয়ার বিক্রির নিলামে ৪৮ কোটি ২০ লাখ ডলার দর দিয়ে বিজয়ী হয়েছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। মঙ্গলবার নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

একাধিক দফায় দরপত্র জমা দেয়ার পর আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি পিআইএর বিক্রির জন্য প্রস্তাবিত ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দর দেয়। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনারও সুযোগ থাকবে তাদের।

বিজ্ঞাপন

নিলাম শুরুর সময় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন হতে যাচ্ছে এটি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি।

নিলামে আরিফ হাবিব গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম, যারা ১৩৪ বিলিয়ন রুপি দর প্রস্তাব করে। অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু দর দেয় ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি। এর আগে গত বছর পিআইএ বেসরকারিকরণের উদ্যোগ ব্যর্থ হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন