আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তিচুক্তি সইয়ের পরই ইউক্রেনে নির্বাচন: জেলেনস্কি

আমার দেশ অনলাইন

শান্তিচুক্তি সইয়ের পরই ইউক্রেনে নির্বাচন: জেলেনস্কি

রাশিয়ার আগ্রাসন বন্ধে শান্তিচুক্তি সই হওয়ার পর যত দ্রুত সম্ভব ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে প্রস্তুত করা সর্বশেষ একটি খসড়া পরিকল্পনার বরাত দিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জেলেনস্কি এএফপি-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের জানান, মস্কোতে পাঠানো ওই নথির একটি ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে—

“চুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব ইউক্রেনকে নির্বাচন আয়োজন করতে হবে।”

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে, যার ফলে নির্বাচন স্থগিত রয়েছে। জেলেনস্কি আগেও বলেছেন, যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত নয়।

সর্বশেষ এই মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত ফিরে যেতে প্রস্তুত রয়েছে ইউক্রেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন