বিশ্বের শীর্ষ ১০ পোশাক রপ্তানিকারকের মধ্যে বাংলাদেশের স্থান কোথায়?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২০: ১২
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২৩: ১৩

বিশ্বের শীর্ষ তিন পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন, বাংলাদেশ ও ভিয়েতনাম। ভারতও উল্লেখযোগ্য পরিমাণে পোশাক উৎপাদন ও রপ্তানি করে। তবে এসব দেশ এখন নতুন প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জের মুখে পড়ছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে। প্রতিবছর এ খাত থেকে শত শত কোটি ডলারের লেনদেন হয় এবং রপ্তানিকারক দেশগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তে পোশাক সরবরাহ করে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী তৈরি পোশাক খাতে প্রায় সাড়ে চার কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে। দ্রুত বর্ধনশীল বৈশ্বিক অর্থনীতিতে এই শিল্প একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশ্বের সেরা তিন পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন, বাংলাদেশ এবং ভিয়েতনাম। এছাড়া ভারতও বিপুল পোশাক উৎপাদন ও রপ্তানি করে থাকে। তবে এই দেশগুলো এখন নতুন নতুন প্রতিযোগীর মুখোমুখি হচ্ছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক শিল্প। প্রতি বছর এই খাত থেকে শত শত কোটি ডলারের ব্যবসা হয় এবং পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে পোশাক রপ্তানি করে।

বিশ্বজুড়ে তৈরি পোশাক শিল্প খাতে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ কাজ করেন। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্বের শীর্ষ ১০টি বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ

প্রতিবেদনে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০টি রপ্তানিকারক দেশ কত মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকার শীর্ষে থাকা চীন ২০২৩ সালে ২৬০ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে ৩০১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

Top 10 largest textile

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ ৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

তৃতীয় স্থানে থাকা ভিয়েতনাম ৪২ দশমিক ১ ও ২০২৪ সালে ৪৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক। এ দেশটি ২০২৩ সালে ৩৮ দশমিক ৬ এবং ২০২৪ সালে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি থেকে আয় করেছে।

পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশটি ২০২৩ সালে ৩৭ দশমিক ৫ এবং ২০২৪ সালে ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে এ খাত থেকে।

এরপর ৬ষ্ঠ স্থানে থাকা ইতালি ২০২৩ সালে ৩৭ দশমিক ১ ও জার্মানি ২০ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এ দুটি দেশের ২০২৪ সালের আয়ের তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র বিপুল পোশাক আমদানি করে থাকে। দেশটি আবার অন্য দেশে পোশাক রপ্তানিও করে। ২০২৩ সালে পোশাক শিল্প থেকে মার্কিনিদের আয় ছিল ২১ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে আয় করেছে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার। তাদের অবস্থান বিশ্বে অষ্টম।

নবম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। দেশটি ২০২৩ সালে ১৮ দশমিক ৪ এবং ২০২৪ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার পোশাক খাত থেকে আয় করেছে।

তালিকার দশম স্থানে রয়েছে স্পেন। দেশটি ২০২৩ সালে ১৪ দশমিক ৬ বিলিয়ন এবং ২০২৪ সালে ২১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত