আমার দেশ অনলাইন
বিশ্বের শীর্ষ তিন পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন, বাংলাদেশ ও ভিয়েতনাম। ভারতও উল্লেখযোগ্য পরিমাণে পোশাক উৎপাদন ও রপ্তানি করে। তবে এসব দেশ এখন নতুন প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জের মুখে পড়ছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে। প্রতিবছর এ খাত থেকে শত শত কোটি ডলারের লেনদেন হয় এবং রপ্তানিকারক দেশগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তে পোশাক সরবরাহ করে।
বিশ্বব্যাপী তৈরি পোশাক খাতে প্রায় সাড়ে চার কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে। দ্রুত বর্ধনশীল বৈশ্বিক অর্থনীতিতে এই শিল্প একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশ্বের সেরা তিন পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন, বাংলাদেশ এবং ভিয়েতনাম। এছাড়া ভারতও বিপুল পোশাক উৎপাদন ও রপ্তানি করে থাকে। তবে এই দেশগুলো এখন নতুন নতুন প্রতিযোগীর মুখোমুখি হচ্ছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক শিল্প। প্রতি বছর এই খাত থেকে শত শত কোটি ডলারের ব্যবসা হয় এবং পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে পোশাক রপ্তানি করে।
বিশ্বজুড়ে তৈরি পোশাক শিল্প খাতে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ কাজ করেন। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্বের শীর্ষ ১০টি বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ
প্রতিবেদনে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০টি রপ্তানিকারক দেশ কত মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকার শীর্ষে থাকা চীন ২০২৩ সালে ২৬০ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে ৩০১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ ৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
তৃতীয় স্থানে থাকা ভিয়েতনাম ৪২ দশমিক ১ ও ২০২৪ সালে ৪৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক। এ দেশটি ২০২৩ সালে ৩৮ দশমিক ৬ এবং ২০২৪ সালে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি থেকে আয় করেছে।
পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশটি ২০২৩ সালে ৩৭ দশমিক ৫ এবং ২০২৪ সালে ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে এ খাত থেকে।
এরপর ৬ষ্ঠ স্থানে থাকা ইতালি ২০২৩ সালে ৩৭ দশমিক ১ ও জার্মানি ২০ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এ দুটি দেশের ২০২৪ সালের আয়ের তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র বিপুল পোশাক আমদানি করে থাকে। দেশটি আবার অন্য দেশে পোশাক রপ্তানিও করে। ২০২৩ সালে পোশাক শিল্প থেকে মার্কিনিদের আয় ছিল ২১ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে আয় করেছে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার। তাদের অবস্থান বিশ্বে অষ্টম।
নবম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। দেশটি ২০২৩ সালে ১৮ দশমিক ৪ এবং ২০২৪ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার পোশাক খাত থেকে আয় করেছে।
তালিকার দশম স্থানে রয়েছে স্পেন। দেশটি ২০২৩ সালে ১৪ দশমিক ৬ বিলিয়ন এবং ২০২৪ সালে ২১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
বিশ্বের শীর্ষ তিন পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন, বাংলাদেশ ও ভিয়েতনাম। ভারতও উল্লেখযোগ্য পরিমাণে পোশাক উৎপাদন ও রপ্তানি করে। তবে এসব দেশ এখন নতুন প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জের মুখে পড়ছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে। প্রতিবছর এ খাত থেকে শত শত কোটি ডলারের লেনদেন হয় এবং রপ্তানিকারক দেশগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তে পোশাক সরবরাহ করে।
বিশ্বব্যাপী তৈরি পোশাক খাতে প্রায় সাড়ে চার কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে। দ্রুত বর্ধনশীল বৈশ্বিক অর্থনীতিতে এই শিল্প একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশ্বের সেরা তিন পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন, বাংলাদেশ এবং ভিয়েতনাম। এছাড়া ভারতও বিপুল পোশাক উৎপাদন ও রপ্তানি করে থাকে। তবে এই দেশগুলো এখন নতুন নতুন প্রতিযোগীর মুখোমুখি হচ্ছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক শিল্প। প্রতি বছর এই খাত থেকে শত শত কোটি ডলারের ব্যবসা হয় এবং পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে পোশাক রপ্তানি করে।
বিশ্বজুড়ে তৈরি পোশাক শিল্প খাতে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ কাজ করেন। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্বের শীর্ষ ১০টি বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ
প্রতিবেদনে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০টি রপ্তানিকারক দেশ কত মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকার শীর্ষে থাকা চীন ২০২৩ সালে ২৬০ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে ৩০১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ ৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
তৃতীয় স্থানে থাকা ভিয়েতনাম ৪২ দশমিক ১ ও ২০২৪ সালে ৪৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক। এ দেশটি ২০২৩ সালে ৩৮ দশমিক ৬ এবং ২০২৪ সালে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি থেকে আয় করেছে।
পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশটি ২০২৩ সালে ৩৭ দশমিক ৫ এবং ২০২৪ সালে ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে এ খাত থেকে।
এরপর ৬ষ্ঠ স্থানে থাকা ইতালি ২০২৩ সালে ৩৭ দশমিক ১ ও জার্মানি ২০ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এ দুটি দেশের ২০২৪ সালের আয়ের তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র বিপুল পোশাক আমদানি করে থাকে। দেশটি আবার অন্য দেশে পোশাক রপ্তানিও করে। ২০২৩ সালে পোশাক শিল্প থেকে মার্কিনিদের আয় ছিল ২১ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে আয় করেছে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার। তাদের অবস্থান বিশ্বে অষ্টম।
নবম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। দেশটি ২০২৩ সালে ১৮ দশমিক ৪ এবং ২০২৪ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার পোশাক খাত থেকে আয় করেছে।
তালিকার দশম স্থানে রয়েছে স্পেন। দেশটি ২০২৩ সালে ১৪ দশমিক ৬ বিলিয়ন এবং ২০২৪ সালে ২১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩ ঘণ্টা আগে