আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ হামলা

আমার দেশ অনলাইন

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের খবর মেলেনি। শনিবার কিয়েভের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ কথা জানিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। রাশিয়ার এসব হামলায় ইউক্রেনের প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি রয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছেন, রাশিয়ার আক্রমণের ফলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে।

তবে কোথায় বা কোন অঞ্চলে এই হামলা চালানো হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি।

রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং অন্য জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে প্রায় চার বছর ধরে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া সর্বশেষ যেখানে হামলা চালিয়েছে, সেই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। সূত্র : এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...