আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি অবরোধে গাজায় অনাহারে আরো ১৪ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ইসরাইলি অবরোধে গাজায় অনাহারে আরো ১৪ জনের মৃত্যু
ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় একদিনে আরো ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত ইসরাইলি অবরোধের কারণে অনাহারে মারা গেছে কমপক্ষে ১৪ জন। এদেরমধ্যে দুটি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মারা গেছে ১৪৭ জন। যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

বিজ্ঞাপন

গাজায় মানবিক সাহায়তা প্রবেশের ওপর ইসরাইলের কঠোর বিধিনিষেধের কারণে এই অঞ্চলটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত মার্চ মাসে ইসরাইল এই ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যদিও মে মাসে অবরোধ আংশিকভাবে তুলে নেওয়া হয়। তবে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলোর ব্যাপক দুর্ভিক্ষের সতর্কতা সত্ত্বেও, খুব কম ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা, ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজ্জারিনি সোমবার বলেছেন, গাজায় অবস্থিত তাদের কর্মীরা অনাহারে থাকা লোকদের ‘জীবন্ত লাশ’ হিসেবে হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করতে, তীব্র দুর্ভিক্ষের অবসান ঘটাতে এবং প্রতিটি জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। একবার যুদ্ধবিরতি কার্যকর হলে, ইউএনআরডব্লিউএ এর বিশাল কর্মীবাহিনীর মাধ্যমে মানবিক সহায়তা ব্যাপকভাবে পরিচালনা করা সম্ভব হতে পারে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...