আমার দেশ অনলাইন
সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। এই বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
সোমবার গভরিরাতে হোমস ও উপকূলীয় শহর লাতাকিয়ায় হামলা চালায় ইসরাইল।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।
লাতাকিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে। যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলার বিষয়ে ইসরাইলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, ‘ইসরাইলের নিরাপত্তার জন্য তাদের বাহিনী দিনরাত সকল যুদ্ধক্ষেত্রে কাজ করছে।’
গত ডিসেম্বরে সাবেক প্রেসিনেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরাইল সিরিয়াজুড়ে অনেকগুলো হামলা চালিয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘হোমসের কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে।’
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, এই বছর ইসরাইল সিরিয়ায় ৯৭টি হামলা চালিয়েছে। এরমধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল অভিযান।
আরএ
সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। এই বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
সোমবার গভরিরাতে হোমস ও উপকূলীয় শহর লাতাকিয়ায় হামলা চালায় ইসরাইল।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।
লাতাকিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে। যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলার বিষয়ে ইসরাইলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, ‘ইসরাইলের নিরাপত্তার জন্য তাদের বাহিনী দিনরাত সকল যুদ্ধক্ষেত্রে কাজ করছে।’
গত ডিসেম্বরে সাবেক প্রেসিনেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরাইল সিরিয়াজুড়ে অনেকগুলো হামলা চালিয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘হোমসের কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে।’
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, এই বছর ইসরাইল সিরিয়ায় ৯৭টি হামলা চালিয়েছে। এরমধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল অভিযান।
আরএ
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৫ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে