আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার

আমার দেশ অনলাইন

গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার
গাজা সিটিতে একই পরিবারের ৩০ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে গাজা সিভিল ডিফেন্স।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে একই ফিলিস্তিনি পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স দল। সংস্থাটি জানিয়েছে, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় এসব মানুষ নিহত হন। সংস্থাটির ধারণা, ওই হামলায় পরিবারটির প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে আটকে পড়া হাজারো ফিলিস্তিনির মরদেহ উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করা হয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম নিয়ে—এর মধ্যে একটি খননযন্ত্রও রয়েছে—তারা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাবে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং উপত্যকার অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন