ইসরাইলের ৪ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৪
ছবি: বার্তা সংস্থা মেহের

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত। তাদের বিরুদ্ধে মোসাদকে সহযোগিতা এবং ইসরাইল সরকারকে গোপন ও স্পর্শকাতর তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দেশজুড়ে সংবেদনশীল বিভিন্ন কেন্দ্রের ছবি তোলা, ভিডিও ধারণ করা এবং ইসরাইল সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে বিশেষ সিম কার্ড সংগ্রহ, জরুরি কনফারেন্স কলের জন্য মোসাদ এজেন্টদের জন্য বিশেষ ফোন কেনা, তেহরানসহ উর্মিয়া, শাহরোউদ ও ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানো এবং অগ্নিসংযোগের মতো অপরাধের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই চার ব্যক্তি ইরানের বিভিন্ন সামরিক এলাকা, দুর্গ, এবং সংবেদনশীল স্থাপনার শনাক্তকরণে জড়িত ছিলেন। আর তাদের গুপ্তচরী কর্মকাণ্ডের জন্য ইসরাইলি সেনাবাহিনী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করেছে।

মোসাদ এজেন্টদের সঙ্গে সম্পর্ক ও ইসরাইলি সরকারের গুপ্তচর সেবায় সহযোগিতার প্রমাণপত্র পর্যালোচনার পর, উর্মিয়ার বিপ্লবী আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত