আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল করা থেকে দখলদার ইসরাইলকে বিরত থাকতে কঠোর সতর্কতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে এ সতর্কবার্তা দেন।

তিনি লিখেন, ইসরাইলের জন্য অত্যন্ত জরুরি হলো সিরিয়ার সঙ্গে একটি স্থায়ী ও সদিচ্ছাপূর্ণ সংলাপ বজায় রাখা এবং দেশটির সমৃদ্ধির পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করা।

বিজ্ঞাপন

ট্রাম্পের এ পোস্টের কয়েক ঘণ্টা পরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সঙ্গে টেলিফোনে কথা বলেন।

গত বছরের ডিসেম্বর জোরালো রাজনৈতিক অস্থিরতার পর প্রেসিডেন্ট বাশার আল–আসাদ ক্ষমতাচ্যুত হন এবং দেশটির নিয়ন্ত্রণ নেন ইসলামপন্থি আহমেদ আল শারা। একসময় পশ্চিমা দেশগুলোর কাছে ‘জঙ্গি’ তকমা পাওয়া শারা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। গত নভেম্বরে তার যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকও হয়। ট্রাম্প জানান, সিরিয়ায় শারার নেওয়া পদক্ষেপে তিনি সন্তুষ্ট।

ইসরাইল–সিরিয়া উত্তেজনা নতুন করে তীব্র হয় গত শুক্রবার। দক্ষিণ সিরিয়ায় এক সশস্ত্র সদস্যকে আটক করার সময় ইসরাইলি বাহিনীর ওপর হামলা হয়। এরপর ইসরাইল বিমানবাহিনী পাল্টা হামলা চালায়। এতে শিশুসহ ১৩ জন নিহত হন। এ পরিস্থিতির প্রেক্ষিতে ট্রাম্পের সতর্কবার্তা আসে।

মার্কিন এক সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন সরকারকে শত্রুতাপূর্ণ অবস্থানে ঠেলে দেবে এমন পরিস্থিতি তৈরি না করতে ইসরাইলকে সতর্ক করা হয়েছে।

আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর শতাধিক হামলা চালিয়েছে ইসরাইল, যা দেশটির সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে। পাশাপাশি গোলান মালভূমির আরও অংশ দখল করে তাদের দখলদারিত্ব বাড়িয়েছে ইসরাইল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন