ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৬: ২০
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৬: ২৫

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। সেই সঙ্গে হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করে ওয়াশিংটন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে এমনটাই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

দক্ষিণ লন্ডনে ল্যামির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে জেডি ভ্যান্স বলেন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কোনো পরিকল্পনা নেই। ফিলিস্তিন রাষ্ট্র বলতে আসলে কী বোঝানো হয়, তা আমি বুঝতে পারছি না, কারণ সেখানে কার্যকর কোনো সরকার নেই। তিনি আরো বলেন, যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবে, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ স্পষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্পও ইসরায়েল ও গাজার বর্তমান পরিস্থিতিতে দুটি লক্ষ্য নির্ধারণ করেছেন — হামাসকে ধ্বংস করা যাতে তারা আর ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে, এবং গাজায় মানবিক সংকট সমাধান করা।

এর আগে জুলাই মাসে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল, যদি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয় এবং সামরিক অভিযান চালিয়ে যায়, তবে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একইভাবে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁওও একই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত