
বিনোদন ডেস্ক

নিউইয়র্কের ভাবী ফার্স্ট লেডি রমা দুওয়াজি পেশায় একজন শিল্পী। অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন তিনি। সিরিয় অভিবাসী পরিবারে তার জন্ম। রমার ওয়েবসাইটে বলা আছে, তার কাজ বেশির ভাগ ডিজিটাল মাধ্যমে দেখা যায়।
ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্কারসহ বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলোয় তার কাজ প্রকাশিত হয়ে আসছে।
১৯৯৭ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্ম রমার। নিউইয়র্ক টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় মা–বাবার সঙ্গে রমা মাত্র ৯ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান।
২০২১ সালে রমা নিউইয়র্কে থিতু হন। ভর্তি হন নিউইয়র্ক স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। সেখান থেকে ২০২৪ সালে তিনি ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত এপ্রিলে ওয়াইইউএসজিতে এক সাক্ষাৎকারে রমা বলেছিলেন, তার শৈল্পিক কাজগুলো মূলত গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজকাল আমি আমার অভিজ্ঞতা ও পছন্দের বিষয় নিয়ে শিল্পসৃষ্টিতে মনোনিবেশ করেছি, বলেন রমা।
গত মে মাসে জোহরান মামদানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার স্ত্রীর বিরুদ্ধে অনলাইনে চলা ট্রল ও রাজনৈতিক আক্রমণের বিষয়ে কথা বলেন। তরুণ এই রাজনীতিক লেখেন, এখন ডানপন্থী ট্রলকারীরা তার (রমা) বিরুদ্ধে লেগেছে।
স্ত্রীর পাশে দাঁড়িয়ে জোহরান মামদানি আরও লেখেন, রমা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী। নিজের মতো করে পরিচিতি পাওয়ার যোগ্যতা তার আছে। আপনি আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমার পরিবারের নয়।’
ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানির স্ত্রী রমা দুওয়াজি। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি।
তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র।

নিউইয়র্কের ভাবী ফার্স্ট লেডি রমা দুওয়াজি পেশায় একজন শিল্পী। অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন তিনি। সিরিয় অভিবাসী পরিবারে তার জন্ম। রমার ওয়েবসাইটে বলা আছে, তার কাজ বেশির ভাগ ডিজিটাল মাধ্যমে দেখা যায়।
ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্কারসহ বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলোয় তার কাজ প্রকাশিত হয়ে আসছে।
১৯৯৭ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্ম রমার। নিউইয়র্ক টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় মা–বাবার সঙ্গে রমা মাত্র ৯ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান।
২০২১ সালে রমা নিউইয়র্কে থিতু হন। ভর্তি হন নিউইয়র্ক স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। সেখান থেকে ২০২৪ সালে তিনি ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত এপ্রিলে ওয়াইইউএসজিতে এক সাক্ষাৎকারে রমা বলেছিলেন, তার শৈল্পিক কাজগুলো মূলত গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজকাল আমি আমার অভিজ্ঞতা ও পছন্দের বিষয় নিয়ে শিল্পসৃষ্টিতে মনোনিবেশ করেছি, বলেন রমা।
গত মে মাসে জোহরান মামদানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার স্ত্রীর বিরুদ্ধে অনলাইনে চলা ট্রল ও রাজনৈতিক আক্রমণের বিষয়ে কথা বলেন। তরুণ এই রাজনীতিক লেখেন, এখন ডানপন্থী ট্রলকারীরা তার (রমা) বিরুদ্ধে লেগেছে।
স্ত্রীর পাশে দাঁড়িয়ে জোহরান মামদানি আরও লেখেন, রমা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী। নিজের মতো করে পরিচিতি পাওয়ার যোগ্যতা তার আছে। আপনি আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমার পরিবারের নয়।’
ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানির স্ত্রী রমা দুওয়াজি। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি।
তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র।

বৃহস্পতিবার সকালে পোপ লিও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভ্যাটিকানে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ছিল তাদের প্রথম মুখোমুখি বৈঠক। এর আগে তারা কেবল টেলিফোনে কথা বলেছিলেন।
১ ঘণ্টা আগে
সম্প্রতি এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে।
১ ঘণ্টা আগে
২০১৩ সালে তিনি র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) প্রতিষ্ঠা করে তার বাহিনীকে আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করেন — যা সরাসরি প্রেসিডেন্ট বশিরের অধীনে কাজ করত। একই সঙ্গে তার পারিবারিক কোম্পানি আল-গুনাইদ দারফুরের সোনার খনি নিয়ন্ত্রণে নিয়ে সুদানের বৃহত্তম সোনা রপ্তানিকারক হয়ে ওঠে।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি ‘হালকা বিমান’ দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে