আমার দেশ অনলাইন
গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইল বাধা দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। বুধবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় দিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
আইসিজের রায়ে বলা হয়, জেনেভা কনভেনশনের অধীনে ইসরাইল তৃতীয় কোনো দেশ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মাধ্যমে গাজায় ত্রাণ সহায়তা নিশ্চিতে বাধ্য।
রায়ে বলা হয়, ইসরাইল সাহায্য প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমনকি ২ মার্চ থেকে মানবিক ও চিকিৎসা সরবরাহও বন্ধ করে দিয়েছে। ১৯ মে থেকে সীমিত পরিমাণ ত্রাণ সরবরাহের অনুমোদন দিচ্ছে ইসরাইল।
আদালত আরো জানায়, ‘দখলদার শক্তি কখনই অধিকৃত অঞ্চলে সকল মানবিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশকে ন্যায্যতা দিতে নিরাপত্তার অজুহাত ব্যবহার করতে পারে না। ত্রাণ সরবরাহ নিশ্চিতে ইসরাইল বাধ্য।’
আদালত জোর দিয়ে বলেছে, ইসরাইল আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের মানবাধিকারকে সম্মান, সুরক্ষা এবং পূরণ করতে বাধ্য।
আইসিজের রায়ে আরো বলা হয়, দখলদার শক্তি হিসেবে ইসরাইল পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকারী নয়।
বেসামরিক জনগণের অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ইসরাইলের বাধ্যবাধকতাও পুনর্ব্যক্ত করেছে আইসিজে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আশা করি, ইসরাইল রায়টি মেনে চলবে।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইসরাইল আইসিজের পরামর্শমূলক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এটি শুরু থেকেই অনুমেয় ছিল। এটি আন্তর্জাতিক আইনের আড়ালে রাজনৈতিক চাপ প্রয়োগের আরেকটি প্রচেষ্টা।’
আরএ
গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইল বাধা দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। বুধবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় দিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
আইসিজের রায়ে বলা হয়, জেনেভা কনভেনশনের অধীনে ইসরাইল তৃতীয় কোনো দেশ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মাধ্যমে গাজায় ত্রাণ সহায়তা নিশ্চিতে বাধ্য।
রায়ে বলা হয়, ইসরাইল সাহায্য প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমনকি ২ মার্চ থেকে মানবিক ও চিকিৎসা সরবরাহও বন্ধ করে দিয়েছে। ১৯ মে থেকে সীমিত পরিমাণ ত্রাণ সরবরাহের অনুমোদন দিচ্ছে ইসরাইল।
আদালত আরো জানায়, ‘দখলদার শক্তি কখনই অধিকৃত অঞ্চলে সকল মানবিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশকে ন্যায্যতা দিতে নিরাপত্তার অজুহাত ব্যবহার করতে পারে না। ত্রাণ সরবরাহ নিশ্চিতে ইসরাইল বাধ্য।’
আদালত জোর দিয়ে বলেছে, ইসরাইল আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের মানবাধিকারকে সম্মান, সুরক্ষা এবং পূরণ করতে বাধ্য।
আইসিজের রায়ে আরো বলা হয়, দখলদার শক্তি হিসেবে ইসরাইল পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকারী নয়।
বেসামরিক জনগণের অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ইসরাইলের বাধ্যবাধকতাও পুনর্ব্যক্ত করেছে আইসিজে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আশা করি, ইসরাইল রায়টি মেনে চলবে।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইসরাইল আইসিজের পরামর্শমূলক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এটি শুরু থেকেই অনুমেয় ছিল। এটি আন্তর্জাতিক আইনের আড়ালে রাজনৈতিক চাপ প্রয়োগের আরেকটি প্রচেষ্টা।’
আরএ
চিঠিতে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আচরণের জবাবদিহির দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, হলোকাস্টের পর সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সংরক্ষণের জন্য অনেক আইন, সনদ ও চুক্তি করা হয়েছে। এসব নিরাপত্তাব্যবস্থা অবিরাম ভেঙে চলছে ইসরাইল।’
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অলিম্পিক কমিটির কড়া চাপেও ইসরায়েলি জিমন্যাস্টদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে জন্য ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী এরিক থোহির জানিয়েছেন, এই সিদ্ধান্ত জনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেসুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানান, ইউক্রেনকে সর্বোচ্চ ১৫০টি নিজস্বভাবে তৈরি পঞ্চম প্রজন্মের গ্রিপেন যুদ্ধবিমান সরবরাহ করতে পারে সুইডেন। দুই দেশ ইতিমধ্যে এই বিষয়ে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা ‘ইচ্ছাপত্রে’ সই করেছে দেশটি।
৪ ঘণ্টা আগেআয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী সহিংস বিক্ষোভে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। বুধবার দেশটির রাজধানী ডাবলিনে আশ্রয়প্রার্থীদের আবাসস্থল সিটিওয়েস্ট হোটেলের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য আতশবাজি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে।
৪ ঘণ্টা আগে