খাদ্য সহায়তা বন্ধ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০: ০২
ছবি: বিবিসি

নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়া বন্ধ করার পরিকল্পনা নেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে নভেম্বর থেকে খাদ্য সহায়তা দেয়া বন্ধ হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৪ কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হতো। খবর বিবিসির।

নিম্নআয়ের মানুষদের জন্য দেয়া খাদ্য সহায়তা-খাদ্য স্ট্যাম্প নামে পরিচিত। সম্পূরক পুষ্টি সহায়তা (ন্স্যাপ) কর্মসূচিতে অর্থায়ন বন্ধ ঠেকাতে এই মামলা করেছে অঙ্গরাজ্যগুলো। এই মামলার মাধ্যমে খাদ্য স্ট্যাম্প প্রকল্পের জন্য প্রায় ৬ বিলিয়ন ডলার জরুরি তহবিল ব্যবহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার আশা তাদের।

বিজ্ঞাপন

স্ন্যাপের তত্ত্বাবধানকারী মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই তহবিলের অর্থ ব্যবহার করবে না। তাদের যুক্তি, প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি অবস্থার জন্য অর্থের প্রয়োজন হতে পারে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা চলমান ফেডারেল শাটডাউনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।

২৫টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে দায়ের করা মামলায় যুক্তি দেয়া হয়েছে যে, প্রশাসনের পক্ষ থেকে জরুরি তহবিল ব্যবহার না করা বেআইনি হবে এবং এই পদক্ষেপের ফলে লাখ লাখ নিম্নআয়ের মানুষ নিত্যপণ্য কেনার সামর্থ্য হারাবে।

মামলায় উল্লেখ করা হয়, প্রকল্পের ইতিহাসে এই প্রথমবারের মতো তহবিলের ব্যয় করা বন্ধের পদক্ষেপ নেয়া হচ্ছে।

এতে আরো বলা হয় ‘এই সুবিধা বন্ধ করে দেয়ার ফলে জনস্বাস্থ্যর অবনতি ঘটবে।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত