গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রচেষ্টার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানকে তিনি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফরাসি ও ইংরেজি ভাষায় দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, শুল্ক আরোপের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বর্তমান প্রেক্ষাপটে এর কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের হুমকি বাস্তবায়িত হলে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেবে। ইউরোপের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ম্যাক্রোঁ বলেন, এই অবস্থান নিয়েই তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা আগামী ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাতে পারে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

