আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল্পস পর্বতমালায় তুষারধসে ৮ জন নিহত

আমার দেশ অনলাইন

আল্পস পর্বতমালায় তুষারধসে ৮ জন নিহত

অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে পৃথক তুষারধসের ঘটনায় আটজন নিহত হয়েছেন। গত সপ্তাহ থেকে ভারী তুষারপাতের পর আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সর্বশেষ ঘটনাটি শনিবার স্টাইরিয়া প্রদেশের মুরতাল এলাকায় ঘটেছে। সেখানে সাত জন চেক স্কি ট্যুরারের একটি দলের ওপর হঠাৎ করে জমাট বরফের বিশাল স্তূপ ধসে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই ঘটনায় দলের তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা তাদের অবস্থান শনাক্ত করে আংশিকভাবে উদ্ধার করতে পারলেও তাৎক্ষণিক প্রচেষ্টা সত্ত্বেও তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে শনিবার সালজবুর্গের কাছে পংগাউ এলাকায় অফ-পিস্ট স্কিইং করার সময় সাতজন স্কিয়ারের একটি দল তুষারধসে আক্রান্ত হয়। এতে চারজন নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন বলে উদ্ধারকর্মীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, স্পষ্ট ও বারবার সতর্ক করা সত্ত্বেও তুষারধসে হতাহতের ঘটনা ঘটছে। তার ভাষায়, এসব মর্মান্তিক ঘটনা বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরছে।

এ ছাড়া মঙ্গলবার অস্ট্রিয়ার জনপ্রিয় আল্পাইন রিসোর্ট ব্যাড গ্যাস্টেইনে অফ-পিস্ট স্কিইংয়ের সময় তুষারধসে ১৩ বছর বয়সি এক চেক কিশোর মারা যায়। এর আগের রোববার পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল প্রদেশের ভেয়ারবার্গ রিসোর্টে তুষারধসে প্রাণ হারান ৫৮ বছর বয়সি এক স্কি ট্যুরার।

তুষারধসের প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও দেখা যাচ্ছে। সুইজারল্যান্ডে শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইংয়ের সময় তুষারধসে এক জার্মান নাগরিক নিহত হন এবং আহত হন আরও চারজন। একই সময়ে ফ্রান্সের বিভিন্ন আল্পাইন রিসোর্টে তুষারধসে ছয়জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...