
পালানো নানদের জন্য গির্জার কঠোর শর্ত, ক্ষুব্ধ সমর্থকরা
অস্ট্রিয়ায় কেয়ার হোম থেকে পালিয়ে কনভেন্টে (নানদের থাকার স্থান) ফিরে এসেছিল ৮০–এর দশকের তিন নান। গির্জার নির্দেশনাকে অমান্য করায় বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে উঠে আসে এই নানদের গল্প। তবে গির্জার কর্তৃপক্ষ তাদেরকে বেশ কিছু কঠোর শর্তে কনভেন্টে থাকার অনুমতি দিয়েছে, এতে ক্ষুব্ধ হয়েছেন তাদের সমর্থকরা।


