
আল্পস পর্বতমালায় তুষারধসে ৮ জন নিহত
অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে পৃথক তুষারধসের ঘটনায় আটজন নিহত হয়েছেন। গত সপ্তাহ থেকে ভারী তুষারপাতের পর আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সর্বশেষ ঘটনাটি শনিবার স্টাইরিয়া প্রদেশের মুরতাল এলাকায় ঘটেছে। সেখানে সাতজন চেক স্কি ট্যুরারের একটি দলের ওপর হঠাৎ করে জমাট বরফের বি




