
স্পোর্টস ডেস্ক

রেকর্ডটি এতদিন ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। ২০২১ সালে নিজের নামের পাশে ১৩২৬ রান যোগ করেছিলেন পাকিস্তানের এ ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এটাই ছিল এক বছরে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড।
এবার রিজওয়ানের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অখ্যাত এক ব্যাটসম্যান। অস্ট্রিয়ার করণবীর সিং গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। এ বছর এই ডানহাতি ব্যাটসম্যান ইতোমধ্যে আদায় করেছেন ১৪৮৮ রান। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন করণবীর।
চলতি অক্টোবরে অস্ট্রিয়া ক্রিকেট দলের প্রতিনিধি হয়ে রোমানিয়া সফরে গিয়েছিলেন করণবীর। সফরে ১৮ থেকে ১৯ অক্টোবর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তার দল। রোমানিয়া সফরের আগে রিজওয়ানের রেকর্ড ভাঙতে করণবীরের প্রয়োজন ছিল ৮৭ রান। সিরিজের প্রথম ম্যাচেই করণবীর উপহার দেন ২৭ বলে ৫৭ রানের দারুণ এ ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে খেলেন ৯০ রানের দাপুটে ইনিংস। এতেই ভেঙে ফেলেছেন রিজওয়ানের বিশ্বরেকর্ড।
সিরিজের শেষ দুই ম্যাচেও হেসেছে করণবীরের হাতের ব্যাট। তৃতীয় ম্যাচে ৪৪ বলে এনে দেন ৭৪ রান। তবে শেষ ম্যাচে খুব বড় ইনিংস খেলতে পারেননি। ১২ বলে দলীয় স্কোরে যোগ করেছিলেন ২৭। সুবাদে চলতি বছর করণবীরের রান সংগ্রহ এখন ১৪৮৮।
কেবল রান সংগ্রহেই নয়, এক বছরে সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও ভেঙে দিয়েছেন করণবীর। চার মারার রেকর্ডও ছিল রিজওয়ানের মালিকানায়। রোমানিয়ায় গিয়ে করণবীর হাঁকিয়েছেন ১৯টি বাউন্ডারি। এ বছর তিনি বাউন্ডারি মেরেছেন সব মিলিয়ে ১২৭টি। ৮টি বাউন্ডারি মেরে রিজওয়ানের আগের রেকর্ডকে (১১৯) ছাড়িয়ে গেছেন করণবীর।
করণবীর ছক্কার রেকর্ড নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন অনেক আগেই। এ বছর করণবীর ছক্কা হাঁকিয়েছেন ১২২টি। এক বছরে দ্বিতীয় সর্বাধিক ছক্কা মেরেছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালে ভারতীয় এ তারকা ব্যাটসম্যান মেরেছেন ৬৮টি ওভার বাউন্ডারি।
সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আরো এক অনন্য মাইলফলক গড়েছেন অস্ট্রিয়ারই আরেক ক্রিকেটার। তিনি আর কেউ ননÑকরণবীরের সতীর্থ বিলাল জালমাই। এ বছরে এক হাজার রান সংগ্রহের কীর্তি ছুঁয়ে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে কমপক্ষে এক হাজার রান সংগ্রহ করা চতুর্থ ব্যাটসম্যান বনে গেছেন বিলাল জালমাই।

রেকর্ডটি এতদিন ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। ২০২১ সালে নিজের নামের পাশে ১৩২৬ রান যোগ করেছিলেন পাকিস্তানের এ ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এটাই ছিল এক বছরে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড।
এবার রিজওয়ানের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অখ্যাত এক ব্যাটসম্যান। অস্ট্রিয়ার করণবীর সিং গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। এ বছর এই ডানহাতি ব্যাটসম্যান ইতোমধ্যে আদায় করেছেন ১৪৮৮ রান। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন করণবীর।
চলতি অক্টোবরে অস্ট্রিয়া ক্রিকেট দলের প্রতিনিধি হয়ে রোমানিয়া সফরে গিয়েছিলেন করণবীর। সফরে ১৮ থেকে ১৯ অক্টোবর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তার দল। রোমানিয়া সফরের আগে রিজওয়ানের রেকর্ড ভাঙতে করণবীরের প্রয়োজন ছিল ৮৭ রান। সিরিজের প্রথম ম্যাচেই করণবীর উপহার দেন ২৭ বলে ৫৭ রানের দারুণ এ ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে খেলেন ৯০ রানের দাপুটে ইনিংস। এতেই ভেঙে ফেলেছেন রিজওয়ানের বিশ্বরেকর্ড।
সিরিজের শেষ দুই ম্যাচেও হেসেছে করণবীরের হাতের ব্যাট। তৃতীয় ম্যাচে ৪৪ বলে এনে দেন ৭৪ রান। তবে শেষ ম্যাচে খুব বড় ইনিংস খেলতে পারেননি। ১২ বলে দলীয় স্কোরে যোগ করেছিলেন ২৭। সুবাদে চলতি বছর করণবীরের রান সংগ্রহ এখন ১৪৮৮।
কেবল রান সংগ্রহেই নয়, এক বছরে সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও ভেঙে দিয়েছেন করণবীর। চার মারার রেকর্ডও ছিল রিজওয়ানের মালিকানায়। রোমানিয়ায় গিয়ে করণবীর হাঁকিয়েছেন ১৯টি বাউন্ডারি। এ বছর তিনি বাউন্ডারি মেরেছেন সব মিলিয়ে ১২৭টি। ৮টি বাউন্ডারি মেরে রিজওয়ানের আগের রেকর্ডকে (১১৯) ছাড়িয়ে গেছেন করণবীর।
করণবীর ছক্কার রেকর্ড নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন অনেক আগেই। এ বছর করণবীর ছক্কা হাঁকিয়েছেন ১২২টি। এক বছরে দ্বিতীয় সর্বাধিক ছক্কা মেরেছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালে ভারতীয় এ তারকা ব্যাটসম্যান মেরেছেন ৬৮টি ওভার বাউন্ডারি।
সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আরো এক অনন্য মাইলফলক গড়েছেন অস্ট্রিয়ারই আরেক ক্রিকেটার। তিনি আর কেউ ননÑকরণবীরের সতীর্থ বিলাল জালমাই। এ বছরে এক হাজার রান সংগ্রহের কীর্তি ছুঁয়ে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে কমপক্ষে এক হাজার রান সংগ্রহ করা চতুর্থ ব্যাটসম্যান বনে গেছেন বিলাল জালমাই।

গোল করা তার কাছে মুড়ি-মুড়কির ব্যাপার। যেন অনেকটা ছেলের হাতের মোয়া। গোল মেশিন আর্লিং হাল্যান্ড সেটা প্রমাণ করে যাচ্ছেন। গোল আর হাল্যান্ড যেন মিলে একাকার! মাঠে নামলেই গোল না করলে যেন চলেই না তার। ম্যানচেস্টার সিটির এ নরওয়েজিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে পেয়েছেন ২৪ গোলের দেখা।
৩ ঘণ্টা আগে
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াডে বেশ কিছু রদবদল এনেছে অস্ট্রেলিয়া। আজ শনিবার শেষ ওয়ানডের দলে যোগ হয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান। বাদ পড়েছেন মার্নাস লাবুশেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অবৈধ বেটিং এবং মাফিয়া পরিচালিত পোকার জালিয়াত চক্রের অভিযান চালিয়ে বাস্কেটবল খেলোয়াড় ও কোচসহ আরু অনেককে গ্রেপ্তার করা হয়েছে এফবিআই। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মায়ামি হিট দলের খেলোয়াড় টেরি রোজিয়ার এবং পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ চনসি বিলাপস।
১১ ঘণ্টা আগে