অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৭: ৫১
আপডেট : ১০ জুন ২০২৫, ১৭: ৫৬

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র এলকে কার।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রায়ার্স্যুটজেনগাসে হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে বলে মেয়রের বরাত দিয়ে জানিয়েছে অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

হামলাকারী ওই স্কুলের বর্তমান বা সাবেক শিক্ষার্থী কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোর জন্য দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত