ইসরাইলি এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওই নেতা অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরীক দল 'ন্যাশনাল রেলিজিয়াস পার্টি—রেলিজিয়াস জাওনিজম' এর নেতা সিমচা রথম্যান। ওই দলের প্রতিষ্ঠাতা ইসরায়েলি মন্ত্রিসভার অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অস্ট্রেলীয় ইহুদী সংগঠন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্য সিমচা রথম্যানের বক্তব্য রাখার কথা ছিল। ভিসা বাতিলের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনটি। তারা সরকারের এই উদ্যোগকে 'তীব্র ইহুদিবিদ্বেষ' বলে অভিহিত করে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, অস্ট্রেলিয়া চায় না তাদের দেশের এমন মানুষ আসুক যাদের উদ্দেশ্য 'বিভাজন সৃষ্টি'।
'আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ায় আসতে চান, তাহলে আমরা আপনাকে এখানে দেখতে চাই না', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'আমরা এমন একটি অস্ট্রেলিয়া চাই, যেখানে সবাই নিরাপদ থাকবে। সবার মনে নিরাপত্তার অনুভব থাকবে'।
অস্ট্রেলীয় ভিসা নীতি অনুযায়ী, মেয়াদ থাকা ভিসা বাতিলের জেরে আগামী তিন বছর রথম্যান আর অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন না।
অস্ট্রেলীয় ইহুদি সংগঠনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি জানান, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল 'অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ। দেশটিতে ইহুদিবিদ্বেষের ঢেউ লেগেছে।'
সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করে বলেন, 'এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই'।
রথম্যানের ভিসা বাতিল হওয়ার বিষয়টিকে গ্রেগরি 'তীব্র ইহুদিবিদ্বেষী পদক্ষেপ' বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়ার সরকার 'অন্ধের মতো' ইহুদি সম্প্রদায় ও ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে রথম্যান “গুরুতর ভুল এবং হামাস ও সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার” হিসেবে আখ্যা দিয়েছেন।
এর আগে জুন মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগ ছিল, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উসকে দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

