গাজায় প্রতিদিন ইসরাইলি হামলায় হতাহত ১০০ শিশু: জাতিসংঘ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০: ০৬
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০: ৪৩

ফিলিস্তিন উপত্যকা গাজায় ইসরাইলি বর্বর হামলায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু নিহত বা আহত হয়েছে। ১৮ মার্চ ইসরাইলের যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে হামলায় এ নিহতের ঘটনা ঘটছে। জাতিসংঘের ইউএনআরডব্লিউএ এর প্রধান এতথ্য জানিয়েছে। শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

gaza-3

ইউএনআরডব্লিউএ-এর প্রধান জানিয়েছেন, ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে। ইউনিসেফের তথ্য অনুসারে, দেড় বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫ হাজার শিশু নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত