আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা পুনর্গঠনের খরচ দেয়া উচিত ইসরাইল ও তার মিত্রদের: আলবানিজ

আমার দেশ অনলাইন
গাজা পুনর্গঠনের খরচ দেয়া উচিত ইসরাইল ও তার মিত্রদের: আলবানিজ
ছবি: মিডল ইস্ট মনিটর

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, গাজা পুনর্গঠনের খরচ দেয়া উচিত ইসরাইল ও তার প্রধান মিত্রদের। শুক্রবার লন্ডনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, শুধু ইসরাইল নয়, গাজা গণহত্যায় সহায়তাকারী সকল দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। খবর মিডল ইস্ট মনিটরের।

আলবানিজ বলেন, গাজায় গণহত্যার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা প্রয়োজন। তিনি বলেন, ‘সব রাষ্ট্রগুলোকে অবশ্যই ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, বেআইনি দখলদারিত্ব বজায় রাখা রাষ্ট্রকে সহায়তা এবং সহায়তা দেয়া বন্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

জবাবদিহিতার কথা উল্লেখ করে, জাতিসংঘের বিশেষ দূত বলেন, ইসরাইলের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইতালির সঙ্গে গাজা পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করা। এসব দেশ ইসরাইলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে।

তিনি আরো বলেন, সাইপ্রাসের ঘাঁটি থেকে ইসরাইলে সরবরাহ করা পরিষেবাগুলোর মাধ্যমে এই গণহত্যার সঙ্গে যুক্তরাজ্যের জড়িত থাকার বিষয়ে একটি শক্তিশালী তদন্ত হওয়া উচিত।

আলবানিজ বলেন, গাজায় দুই বছরের গণহত্যা ‘৬০ বছরের দায়মুক্তির সংমিশ্রণ’। তার মতে, ইসরাইলের বিষয়ে লন্ডন, রোম, বার্লিন বা প্যারিসের মনোভাব পরিবর্তন না হলে এই গণহত্যা থামবে না।

তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে আলবানিজ বলেন, এই নিষেধাজ্ঞার ফলে তিনি নিজে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা অথবা ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠীগুলোকে ‘অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে।’ তিনি বলেন, এর বিরুদ্ধে এখন পর্যন্ত যথেষ্ট শক্তিশালী প্রতিক্রিয়া দেখা যায়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন