আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগান তালেবান বিশ্বের জন্য হুমকি: পাক সেনাবাহিনী

আমার দেশ অনলাইন

আফগান তালেবান বিশ্বের জন্য হুমকি: পাক সেনাবাহিনী
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, আফগান তালেবান সরকার কেবল পাকিস্তানের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। তালেবান সরকার আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইএসপিআরের ডিজি বলেন, দোহা চুক্তির বিষয়ে পাকিস্তানের অবস্থান ‘একেবারে স্পষ্ট’, আর তাহলো আফগান তালেবান সরকারকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন ও নিরাপদ আশ্রয় প্রদান বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে আল কায়েদা, ইসলামিক স্টেট এবং অন্যান্য গোষ্ঠীর নেতৃত্বসহ সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে পাকিস্তান কাবুলকে প্রমাণ দিয়েছে।

শরিফ চৌধুরী বলেন, শুধুমাত্র এই বছরই দেশজুড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৭ হাজার ২৩টি অভিযান পরিচালিত হয়েছে। এরমধ্যে খাইবার-পাখতুনখোয়ায় ১২ হাজার ৮৫৭টি এবং বেলুচিস্তানে ৫৩ হাজার ৩০৯টি অন্তর্ভুক্ত। এসব অভিযানে এক হাজার ৮৭৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩৬ জন আফগান নাগরিক।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন