আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

ভেনেজুয়েলায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার মেনে গ্রান্ডে শহর। এটি এ বছরের সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পগুলোর মধ্যে একটি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

কলম্বিয়ান জিওলোজিক্যাল সার্ভিস (এসজিসি) জানিয়েছে, কলম্বিয়ার বেশ কয়েকটি শহরেও ভূকম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

প্রথম ভূমিকম্পের পরেও ছোট ছোট কয়েকটি ভুকম্পন হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন দুই দেশের বাসিন্দারা। তবে ভুমিকম্পে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, ভূমিকম্পের কারণে ক্যারিবিয়ান উপকূলে সুনামির কোনো ঝুঁকি নেই। উভয় দেশের কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কলম্বিয়া এবং ভেনেজুয়েলার সীমান্ত অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...