যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২: ২৫
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, বিনতে জবাইলের আল-সাওয়ানেহ এবং খিরবেত সেল্মের মধ্যবর্তী এলাকায় চালানো হামলায় একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় একটি পিকআপ ভ্যানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এছাড়া নাবাতিয়েহের ইকলিম আল-তুফাহ এলাকায় হুমিন আল-ফাওকা-হামিলা সড়কে একটি গাড়িতে হামলায় আরো একজন নিহত হন।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি ড্রোন টায়ার জেলা ও আশপাশের অঞ্চল, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে।

২০২৩ সাল থেকে শুরু ইসরাইলি অভিযানে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মুরগির ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিড ব্যবসায়ীর মৃত্যু

আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাবান্ধা সীমান্তে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হাসিনার মামলা ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২ হাজার ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত