আগামী সপ্তাহে শুরু নোবেল পুরস্কার ঘোষণা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০২: ০৮

নোবেল পুরস্কার আগামী সপ্তাহ থেকে ঘোষণা করা শুরু হবে। আগামী সোমবার চিকিৎসাবিদ্যার পুরস্কার দিয়ে শুরু হয়ে এক সপ্তাহ পর অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে তা শেষ হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি শাখায় প্রদান করা হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

বিজ্ঞাপন

নোবেলজয়ীদের তালিকায় আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে নতুন নামগুলোও যোগ হবে।

শান্তিতে নোবেলকে ঘিরে এবারও রয়েছে বিশেষ আগ্রহ। ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশি রাজনীতিকেরা মনোনয়ন দিয়েছেন।

ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে 'আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তি সম্পাদনের ভূমিকার জন্য গত ডিসেম্বরে এক রিপাবলিকান কংগ্রেসওমেন তাকে আবার মনোনীত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত