রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় একযোগে বড় ধরনের বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এতে ১০ লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ইউক্রেনের জ্বালানি কোম্পানি ডিটিইকে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে কিয়েভ থেকে এএফপি খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২৭ ডিসেম্বর রাশিয়ার চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভজুড়ে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়।
ডিটিইকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান হামলার সতর্ক সংকেত জারি থাকা সত্ত্বেও বিদ্যুৎকর্মীরা ঝুঁকি নিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

